আশিকুর রহমান, আদনান জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আবেদনের প্রেক্ষিতে সিট বরাদ্দের তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার( ১২ এপ্রিল) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে সিট বরাদ্দের তালিকা প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের মোট ৪৬ জন শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২১ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১৩ জন, ২০১৭-২০১৬ শিক্ষাবর্ষের ১০ জন ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থী হলে সিট পেয়েছে। এ বিষয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম জানান, একমাএ হলে আবাসিকতা লাভের জন্য আবেদনের প্রেক্ষিতে সিট বরাদ্দের তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। এখন হলে সিট প্রাপ্ত ছাত্রীদের কাগজপত্রসহ আগামী ১৪-৪-২০২২ তারিখের মধ্যে সকাল ১০ টা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউস টিউটরের নিকট জমা দিতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।