ডাঃ আজাদ খান,স্টাফ রিপোর্টার: জামালপুর, তাং ৩০/১১/২০২১ ইং আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জামালপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক। সভাপতিত্ব করেন, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ্ আলম, জেলা সিনিয়র তথা অফিসার মোঃ শহীদুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ আলী খান, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুনিরুল হক নোবেলসহ জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।