ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার: জামালপুর  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট) এর সহযোগিতায় এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র আয়োজনে বুধবার সকালে জামালপুর শহরের পিটিআই এর সামনে দিবসটি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন করা হয়।
পরে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এডাব জামালপুর জেলা শাখার সভাপতি, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র প্রধান নির্বাহী ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট) এর সদস্য মোহাম্মদ এনামুল হক। সঞ্চালনা করেন, এডাব জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার।
উপস্থিত ছিলেন, রশিদপুর বটতলা সিবিও সংগঠনের নির্বাহী পরিচালক মোছাঃ মোস্তাকিমা আক্তার, প্রত্যাশা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি শামীমা বেগম রুবি, জিগাতলা অপূর্ব মহিলা সমিতির সভাপতি সাইদা বেগম শ্যামা,এডাব জামালপুর জেলা শাখার কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, রশিদপুর বটতলা সিবিও সংগঠনের সদস্য মাহমুদা বেগম, রাহাত, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র সদস্য তুহিন মিয়া, শহিদুল ইসলাম এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র বাড়ি বাড়ি ও ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের পরিচ্ছন্ন কর্মীবৃন্দ।