মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার কমিটির হাতে প্রায় অর্ধশত বিশেষ পোশাক (কটি) তুলে দেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

২৮ সেপ্টেম্বর দুপুরে জামালপুর পুলিশ সুপারের কক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলার নেতৃবৃন্দের হাতে কটি তুলে দেন জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এরপক্ষ থেকে কটি গ্রহন করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন জামালপু জেলা শাখার সভাপতি শাহাবুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক এহসান আলী,যুগ্ন সাধারন সম্পাদক এম কাওছার সৌরভ সহ মোঃ শেখ ফরিদ, মোঃ ছামিউল ইসলাম, শাহিন আলম, সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।

এ সময় জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন সাংবাদিকদের এ পোশাকে কাজ করার সময় তাদের অনুপ্রাণিত করবে এবং কাজের প্রতি তারা দায়িত্বশীল ভাবে মনোযোগ পোষণ করবে।

পরবর্তিতে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাত করে কার্যকরী কমিটির সদস্যরা