মুস্তাফিজুর রহমান,জামালপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের ভোগান্তি নিরসনে জামালপুর পৌরসভার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে পরবাসী।৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও শহরের বিভিন্ন জায়গায় বর্জ্য জমে থাকতে দেখা যায়।নির্বিঘ্নে ঈদের আনন্দ উদযাপন ও করোনা কালীন সময়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ থাকা দরকার ছিল বলে জানিয়েছে স্থানীয় নাগরিকগণ।

আজ শুক্রবার বিভিন্ন এলাকায় বর্জ্য জমে থাকা দেখা গেছে।জামালপুর পৌরসভার নির্ধারিত গাড়ি এসে এসব ময়লা নির্ধারিত স্থানে ফেলে দিয়ার কথা থাকলেও দেখা যায়নি কোন গাড়ি। প্রসঙ্গত, রাস্তার ওপর কিংবা ড্রেনের পাশে পরে আছে কোরবানির বর্জ্য। কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র রাস্তার পাশে ও ডাস্টবিনে জমে থাকায় বর্জ্যের দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচলের চরম দূর্ভোগে পড়েছে স্থানীয় নাগরিক।তারা জানান,পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায়, নাক চেপে হাঁটতে হয়।তারা আরও জানাই এইসব বর্জ্যে নাগরিক দুর্ভোগ এর সাথে স্বাস্থ্য হীনতায় ভুগছে মানুষ। আশেপাশে নাগরিকদের দাবি অতি দ্রুত যেন এসব কুরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয় এবং এ সমস্যা সমাধান করা হয়।এখন বর্ষাকাল বৃষ্টির পানিতে ধুয়ে ই-বর্জ্য ছড়িয়ে যাওয়ার আগে এসব বর্জ্য অপসারণের দাবি নাগরিক মহলের।