বগুড়ার শিবগঞ্জে শহীদ মিনারের বেদির ওপর মঞ্চ বানিয়ে বই বিতরণ করেছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। শুধু তাই নয়,
রীতিমতো জুতা,সেন্ডেল পায়ে দিয়ে শহীদ বেদির ওপর বই বিতরণের এ কর্মসূচি পালন করেছেন তারা। শনিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহলে।
ভাইরাল হওয়া ঐ ছবিটিতে দেখা যায়, বিদ্যালয়ের একটি টেবিল শহীদ মিনারের বেদিতে রেখে তার ওপর বিতরণের জন্য নতুন বই জমা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।