ঢাকার সাভারে জেড আর ফ্যাশন নামে এক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া ইউনিক এলাকার ওই কারখানার আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনপ্রক্রিয়াকরণজাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনিয়র স্টেশন অফিসার জানান, সকালে বহুতল ভবনের কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।