জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলপ্রতিনিধি: টাঙ্গাইলস্থ ‘কালিহাতী সমিতি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই এপ্রিল) জেলা এডভোকেট বার সমিতি মিলনায়তনে কালিহাতী সমিতি এ ইফতার মাহফিল আয়োজন করে। কালিহাতী সমিতির সভাপতি বিএইচ রানা সিদ্দিকীর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, জননেতা আলহাজ্ব মুরাদ সিদ্দিকী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ মামুন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব আবু নাসের, টাঙ্গাইল জেলা বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট আজিজুর রহমান।
জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ আলম সিদ্দিকী, বাংড়া ইউপি চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতা, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ তালুকদারসহ কালিহাতী উপজেলার টাঙ্গাইলে বসবাসরত চাকুরীজীবি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ,সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল ও আলোচনা সভা সঞ্চালনা করেন এডভোকেট মহসিন সিকদার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।