টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের নেতা ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী বীরমুক্তিযোদ্ধা শহীদ ওস্তাদ ফারুক আহমদ এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া-মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থানাপাড়া অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিল উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি নাজমুল হাসান, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ,সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপু খান, শিশির দাস, ইমন, এরশাদ আলী, আরশেদ মাহমুদ পারভেজ, অমিত সরকার,দেবব্রত সরকার, অন্নত আরিফিন খান, তানভীর খান, ১৬ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিদিব কুমার দে, সহ-সভাপতি জাহিদ খান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আবু তাহের।
উল্লেখ্য ২০১৩ সালে ১৮ জানুয়ারি রাতে সন্ত্রাসীরা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ওস্তাদ ফারুক আহমদকে হত্যা করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।