টাঙ্গাইলে বাড়ছেই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৭২টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৭১ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৬.১০ভাগ।
এ নিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলায় মোট ১৮ হাজার ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬১ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিধি না মানায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়। করোনায় মোট সুস্থ হয় ১৬ হাজার ৯১৬ জন।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।