টাঙ্গাইল প্রতিনিধিঃ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর (বুধবার ) সন্ধায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের থানা পাড়া অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েন, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মফিজুর রহমান, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপু খান, শিশির দাস, নুরু সিকদার, নিশিথ খান মামুন, এরশাদ আলী, ইমরান, শাহাদত হাজীসহ জেলা ও সদর এবং শহর স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
উল্লেখ্যঃ ১৯৮৭ সালের এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর দিনটি পালন করা হয়। নূর হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। আন্দোলনের সময় তিনি বুকে “স্বৈরাচার নিপাত যাক” এবং পিঠে “গণতন্ত্র মুক্তি পাক” স্লোগান লিখে মিছিলে যোগ দেন এবং একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।