আমিনুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের প্রধান কাঁচা বাজার পার্কবাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুরে এ অগ্মিকান্ডের ঘটনা ঘটে। বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাভু ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।
পার্কবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জোয়াহের আলী বলেন, দবাজারের দক্ষিণপাশে আড়তদার মধু সুধন সাহার দোকানে প্রথমে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসেরকর্মীরা আসার আগেই ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ১০টি দোকানে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।