টাঙ্গাই‌লের মধুপু‌রে পিকআপ ও সিএন‌জিচালিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে শিশুসহ তিনজন নিহত হ‌য়েছেন। আজ শুক্রবার (৭ জানুয়া‌রি) সকাল ৭টার দি‌কে মধুরপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালি ফি‌লিং স্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভা‌বে নিহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

নিহত পুরু‌ষের বা‌ড়ি শেরপু‌রের শ্রীবরদী এবং শিশু ও নারীর বা‌ড়ি জামালপু‌রের দেওয়ানগঞ্জে বলে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। ও‌সি মো. তা‌রিক কামাল ব‌লেন, মধুপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএন‌জিচা‌লিত অ‌টোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

এ‌তে ঘটনাস্থ‌লেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। ত‌বে তা‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো জব্দ ক‌রে থানায় আনা হ‌য়েছে। নিহত‌দের প‌রিচয় শনা‌ক্তে যোগা‌যোগ করা হ‌চ্ছে।