গাজীপুর সিটি করপোরেশনের সালনা টেকিবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর থানার পশ্চিম পলিয়া এলাকার জালাল মিয়ার স্ত্রী সাজেদা (৫০) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা (৩৫)।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে ট্রেনে কাটা পড়েন ওই দুই নারী। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই দুই নারী রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়েন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।