গীতি গমন চন্দ্র রায় গীতি.স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রবিবার দুপুরে হঠাৎ কালবৈশাখীর মত হাওয়া শুরু হলে সে সময় হালকা ও ঘনবৃষ্টি হাওয়ায় সাথে শিলাবৃষ্টি পড়তে থাকে। জানা যায়, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের আম বাগানের আম ঝড়ে পড়ে।
এছাড়া বিভিন্ন গ্রামের ভুট্টা ক্ষেত শিলাবৃষ্টি ও বাতাসে মাটিতে লুটিয়ে পড়ছে এতে ভুট্টা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় বরো ধানের ও ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার কৃষক রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।এছাড়া অধিকাংশ আম বাগানে আমের করি ঝরে পড়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।