ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও জেলা শাখার অধিনস্ত উপজেলা পর্যায়ের সকল কাউন্সিল সম্পন্ন করার ঘোষণা এসছে যুবলীগের বর্ধিত সভা থেকে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত জেলা যুবলীগের বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। এছাড়াও জেলা সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ ও পৌর যুবলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে এই সভায়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা এবং বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল ও ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল বক্তব্য দেন।
জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ পরিষদের অন্যতম সদস্য দেবাশীষ দত্ত সমীর।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সংগঠনের নিহত নেতা কর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মো: আরিফ হোসেন সহ কেন্দ্রীয় যুবলীগের বিভাগ ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতারা ও জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তব্য রাখছেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ
ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো কেন্দ্রীয় নেতারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে বলেছেন, আশাকরি জেলা নেতৃবৃন্দের সহযোগিতায় তা সময়ের মধ্যেই শেষ করতে পারবো।
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল ও সাধারণ সম্পাদক দেবাষীষ দত্ত সমীর জানান, ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো নতুন করে গঠন করে পরবর্তীতে ধাপে ধাপে সম্মেলনের মাধ্যমে পৌর ও উপজেলা কমিটি গঠন করা হবে।তারা বলেন, যুবলীগ একটি সুসংগঠিত দল, শ্রদ্ধেয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের হাতকে শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা হবে।
বর্ধিত সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের আর্টগ্যালারীতে জোড়া ব্রীজের মাঝে অবস্থিত “মণি চত্বরে’ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।