ঠাকুরগাঁও জেলা থেকে বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স পাওয়া ৮জন শিক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, গত ১০ এপ্রিল ফেসবুকে “এ বছর ঠাকুরগাঁও জেলা হতে যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে” ভর্তির বিষয়ে কোন আর্থিক সহায়তা প্রয়োজন হলে তারা যেন আবেদন করেন। সে অনুযায়ী ৮টি আবেদন পত্র জমা হয়। জমাকৃত ৮ জনের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।