ঠাকুরগাঁওয়ে রক্তের দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ
“রক্তযোদ্ধা রুখে দাঁড়ান, রক্ত দালাল দ্রুত তাড়ান” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থী ঐক্যপরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু সড়ক আধুনিক সদর হাসপাতালে জেলার সকল রক্তদানকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সামনে বাংলাদেশ শিক্ষার্থী ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি টিংকু রায়, জেলা কমিটির সাধারণ সম্পাদক রিংকু রায়, রক্তদানকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের সভাপতি মুরাদ হোসেন ও অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন ঠাকুরগাঁয়ে ডক্টর প্যাথলজির টেকনিশিয়ান মো. আলী ও পপুলার হাসপাতালের ম্যানেজার সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।