ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঐতিহ্য বাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার আবাসিক এতিম ছাত্রদের আবাসনের জন্য ছয়তলা বিশিষ্ট আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার( ২৪ জানুয়ারি) দুপুরে আবাসিক ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয়তলা ভবনটির নির্মানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঝাহারুল ইসলামের সঞ্চালনা বিশেষ মোনাজাত অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ রুমি, দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবু, ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু সহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিতি ছিলেন।