নীলফামারী জেলার ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধায়নে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।বেলায়েত হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন,ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।

 

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানের শিক্ষার্থীরা স্টল দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন। শনিবার বিকাল বেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।