নীলফামারীর ডিমলায় চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থীদের হাতে নৌকা প্রতীকের টিকিট তুলে দিলেন ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু)।

বুধবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের হাতে প্রধান অতিথী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নের টিকেট তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু)।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে মনোনয়ন বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি আনোয়ারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম কামাল ডিআই, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর।

৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার টিকিট প্রাপ্তরা হলেন-উপজেলা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাউতারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, বালাপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া, পূর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস ছাত্তার (বুলু), পশ্চিম ছাতনাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার, খালিশা চাপানি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান সরকার ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার।