অয়ন সরকার,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি: চুকনগর বধ্যভূমি পরিদর্শন করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। বাংলাদেশ শিল্পকলার একাডেমির মহাপরিচালক লেওকাত আলী লাকী খুলনার ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমি পরিদর্শন ও উপজেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
বুধবার দুপুর ২টার দিকে বধ্যভূমি চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক আলী আহম্মেদ মুকুল এ এম মোস্তাক আহম্মেদ, কালচারাল অফিসার আবু সালেহ, মোহাম্মদ আব্দুল্লাহ, সুজিত কুমার সাহা, এম এ মজিদ, অধ্যাপক হাশেম আলী ফকির, কবি ইব্রাহিম রেজা, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, প্রভাষক আব্দুল গফফার, চুকনগর প্রেসক্লাবের সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, এনামুল ইসলাম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।