অয়ন সরকার, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:  খুলনার ডুমুরিয়ায় পেশাজীবী সামাজিক সংগঠন “ডুমুরিয়া ফাউন্ডেশন” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় আজ শনিবার।

অনুষ্ঠানটির আয়োজন করা হয় ডুমুরিয়ার মিকশিমিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ০৫ আসনের এম পি বাবু নারায়ণ চন্দ্র চন্দ, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ডাঃ বিশ্বাস আক্তার হোসেন এবং আরো অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আঃ রশিদ মোড়ল এবং সর্ব পর্যায়ে দিকনির্দেশনা প্রদান করেন ডুমুরিয়া ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পি।

সকল অতিথিদের বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির হাত দিয়ে গরিব,অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আজ প্রথম দিনেই ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে ৩০০ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন, শীতবস্ত্র বিতরণ কমিটির সমন্বয়ক রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক ইয়াছিন মোল্লা, আজিজুর রহমান,রাব্বানী বিশ্বাস,দীপু কুন্ডু সহ আরো অনেকে।