অয়ন সরকার, ডুমুরিয়া প্রতিনিধিঃ

ডুমুরিয়ার থুকড়ায় সড়ক ঘেষে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে পাকা ইমারাত নির্মাণের অভিযোগ উঠেছ,স্থানীয় এক মুদি দোকানির বিরুদ্ধে। ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের থুকড়া বাজার এলাকায় শোলগাতিয়া – দৌলতপুর সড়কের থুকড়া বাজারস্থ রংপুর বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে, থুকড়া বাজারের মুদি দোকানি কিশোর মন্ডল (অন্তিম) তার নিজ দোকানের সামনে দিয়ে রযেছে সরকারি রাস্তা। কিন্তু অসৎ উদ্দেশ্য তিনি গত দুই দিন আগে সরকারি জায়গার উপর দিয়ে আড়াআড়ি ভাবে পাকা ওয়াল নির্মাণ কাজ করেছেন। এ সড়ক দিয়ে দিয়ে অবিরাম সকল ধরণের যানবহন পথচারী, স্কুল কলেজ গামি শিক্ষার্থীসহ অসংখ্য মনুষ যাতায়াত করে। মোড় এলাকায় নিয়মিত ছোট বড় যানবহন পার্কিং করে থাকে। কিন্তু ইমারাত নির্মাণের ফলে যানবাহন সহ সাধারণ মানুষ নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠে। যানজট লাঘবে সড়কের পাশ ঘেষে সরকারি জায়গায় তৈরি ইমারাত উচ্ছেদ সহ অপসারণ করতে সংশ্লিষ্ট উধর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ মানুষ। কিশোর মন্ডল বলেন, এই বাজারে সরকারি জায়গা অনেকেই দখল করে আছেন। আমি একটি পাকা ওয়াল দিয়েছি। তাতে সাধারণ মানুষের কোন ক্ষতি হলে আমি নিজে খুলে নিব। এ প্রসংগে থুকড়া অফিসের তহসিলদার মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি জায়গা অবৈধ ভাবে ইমারাত নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে । উচ্ছেদ পূর্বক অপসারণ করতেও বলা হয়েছে