মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: কার্তিকের বিদায় জানিয়ে অগ্রাহায়ণের আগমণি বার্তায় বগুড়ায় ঢাক-ঢোল বাজিয়ে শুরু হলো বাঙালির প্রাণের নবান্ন উৎসব। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় নবান্ন উৎসবকে স্বাগত জানিয়ে শহরের প্রাণকেন্দ্র এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নবান্ন উৎসবের মাটির উনুনে রাখা পাতিলের ঢাকনা উঠিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাঙালির চিরচেনা ঐতিহ্য লালনে অতিথিদের নবান্নের খাবার হিসেবে কলাপাতায় করে শীতের পিঠা, পায়েস ও মোয়া খাওয়ানো হয়। শহরের মুজিব মঞ্চে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক রাগেবুল আহসান রিপু দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন করেন। প্রধান উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাজাহান আলী,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি আব্দুল হান্নান, বগুড়া ইয়ূথ কয়্যার ও লান্স ক্লাব অব বগুড়া মহাস্থানের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু।
বগুড়া কলেজ থিয়েটার এর সকল নাট্যকর্মীবৃন্দ। দিনব্যাপী নবান্ন উৎসবে সভাপতিত্ব করেন বগুড়া কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়। সন্ধ্যায় নবান্নের নৃত্য, কথা গান, নাটক কবিতা আবৃত্তি এবং রাতে ১০১তম ফিউশন বাউল মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।