![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/10/Polish_20211010_130542759.jpg)
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী): রাজশাহীর তানোরে বিষপানে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আত্মহত্যা করেছেন। নিহত ওয়ার্ড সদস্য হলেন,উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়নের দেউলা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মুনজুর রহমান (৪৫)। শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্নহত্যা করেন ওয়ার্ড সদস্য মুনজুর রহমান। নিহত মুনজুর রহমান পাঁচন্দর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য ছিলেন।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে পারবারিক কলহের জেরে বাড়িতে থাকা কীটনাশক বিষ পান করেন মুন্জুর রহমান।
বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত তাকে তানোর স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। সেখান কর্তব্যরত ডাক্তার মুনজুরের অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিক্যাল কলেহ হাসপাতালে রেফার্ড করেন এবং রাজশাহী যাওয়ার সময় পথের মধ্যে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাকিব জানান, এ ঘটনায় ( ইউডি) বা অস্বাভাবিক মৃত্যু উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।