সৈয়দ মাহামুদ শাওন :  রাজশাহীর তানোরে  পিছিয়ে পড়া জনগোষ্টি ও শিশুর পুষ্টির চাহিদা পুরণের লক্ষে লক্ষিত সুফলভোগী হতদারিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
মোঙ্গলবার সকাল ১১ টার  দিকে উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে   ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির পক্ষে  বিনামূল্যে এ বকনা গরু প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর  এপির ম্যানেজার বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বিল্লাল  হোসেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারপাড়া ইকো ভিলেজ সভাপতি  মোঃ লুৎফর রহমান , সরকারপাড়া ভিডিসি সভানেত্রী তিলোকা রানী, সরনজাই সরদারপাড়া ভিডিসি সভাপতি  মোঃ নবিবুল ইসলাম, সরনজাই ১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরে লাইলা , নিকোলাস ঢালী পোগ্রাম অফিসার তানোর এপি, বিকাশ বিশ্বাস  পোগ্রাম অফিসার তানোর এপি , লরেন্স মোন্ডল  পোগ্রাম অফিসার তানোর এপি , ও  জুনিয়র পোগ্রাম অফিসার বানার্ড কুজুর প্রমুখ।
যার প্রতিটি গরুর মূল্য ২৭০০০ হাজার টাকা, যার সর্বনিম্ন ওজন ১০০ কেজি।