সাগর কুমার বাড়ই | তেরখাদা, খুলনা : গত ১৪ ই এপ্রিল বুধবার সরকারের নির্দেশনা অনুসারে সারাদেশের ন্যায় খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসনের নজরদারির মধ্য দিয়ে কঠোর লেকটাউনের ছষ্ঠতম দিন অতিবাহিত হয়েছে ।

লকডাউনের প্রথম ৪ দিন প্রশাসনের উদ্যোগে তেরখাদা উপজেলায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয় ।

জানা যায় , লকডাউনে উপজেলার সমস্ত দোকান পাট বন্ধ করলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান , সার ও কীটনাশকের দোকান ঔষধের দোকান , ডাক্তারের চেম্বার সহ হাসপাতাল গুলো খোলা রেখে সাধারণ মানুষের সেবা প্রদান করা হয় ।

লকডাউনের চতুর্থ দিন পর্যন্ত তেরখাদা বাজার ছিল প্রায় জন মানব শুন্য । লকডাউনের ১৮ ও ১৯ শে এপ্রিল ছিল ঢিলেঢালা ভাব ।

তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তাফা ও তদন্ত ওসি মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে স্বাস্থ্য বিধি মেনে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা গ্রহণ করেন ।
সাধারণ মানুষের মাঝে সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে দুরত্ব বজায় রেখে মাক্স ব্যবহার করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন ।

থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তাফা ও তদন্ত ওসি মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতেই টহল টিম গুলো টহল জোরদার করেন ।

এখনও পর্যন্ত তেরখাদা উপজেলার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।