সাগর কুমার বাড়ই,তেরখাদা,খুলনা: সারা বিশ্বব্যাপী করোনার তান্ডবে কারণে সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলামের মেয়ের বিবাহের অনুষ্ঠানটি পারিবারিক ভাবে বন্ধের ঘোষণা করা হয়েছে।

জানা যায়, আগামী ৯ ই এপ্রিল শুক্রবার খুলনা জেলার তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলামের কনিষ্ঠ কন্যা সুমাইয়া সুলতানা শোভার সঙ্গে নড়াইল জেলার কালিয়া উপজেলার আওতাধীন নড়াগাতী থানার দেবদুন গ্রামের কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী গোলাম আজম ( আমেরিকা প্রবাসী ) এর শুভ বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

বিশ্বব্যাপী করোনার তান্ডবের কারণে সরকারের নির্দেশনা অনুসারে দেশে লকডাউন চলমান ও জন সমাগম নিষিদ্ধ ।
যার প্রতি প্রেক্ষিতে তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল উদ্দিনের পরামর্শে কনিষ্ঠ কন্যা সুমাইয়া সুলতানা শোভার বিবাহের সকল অনুষ্ঠান পারিবারিক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ।

আজ ৮ই এপ্রিল বৃহস্পতিবার সকাল কন্যার গাঁয়ে হলুদ থাকলে ও আগামী কাল ৯ই এপ্রিল শুক্রবার বিবাহের সকল আয়োজন বন্ধ ঘোষণা করলে ও করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই মহা আনন্দে বিবাহের সকল অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে যানা যায় ।
চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম তেরখাদা উপজেলার ৮৬ টি গ্রামের মধ্যে সকল মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শ্রেণীর শিক্ষক / শিক্ষকা , রাজনৈতিক ব্যক্তিত্ব , সমাজ সেবক, সকল সাংবাদিক বৃন্দদের সহ সাধারণ জনতা মিলে আনুমানিক ১২ হাজার নিয়ন্ত্রণ কার্ড বিলি করে নিমন্ত্রণ করেন নিজের প্রচেষ্ঠায় ।
বিবাহের সকল অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন শুক্রবার দুপুর ১টার দিকে থাকলে ও সকল প্রকার আয়োজন করোনার তান্ডবে কারণে পারিবারিক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ।