সাগর কুমার বাড়ই, তেরখাদা খুলনাঃ
গত ২২ শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে কাগদী গ্রামের স্বনামধন্য পরিবার সুবাশ চন্দ্র বাওয়ালীর বাড়ীতে বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শহীদ পুর খাঁন এ সবুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খুলনা জেলা ওয়াল্টন গ্রুপের মালিক মোল্লা মোঃ ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মোল্লা মোঃ ইখতিয়ার উদ্দিনের নির্বাচনী প্রচার প্রচারণা লক্ষ্যে উঠান বৈঠকে বাবু জগদীশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে শহীদ পুর খাঁন এ সবুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ সেবক ডা পরিমল কান্তি মন্ডলের সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক অমলেন্দু বিশ্বাস ( বাড়ই ) , সাবেক কৃতি ফুটবলার বিশিষ্ট সমাজ সেবক শেখ মনিরুজ্জামান ( মনির ) , উপজেলা ভুজনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিকদার জাহিদুল ইসলাম , উপজেলা ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতা মিল্টন মন্ডল , রানা সরদার , পলাশ মোল্লা , সোহেল রানা , রবিউল ইসলাম , নুর ইসলাম সরদার , জিন্দার ফকির , আসাদ শিকদার , টিপু ফকির , পিযুস বিশ্বাস , তুষার চিন্তাপাত্র , রমেশ চিন্তাপাত্র , রনজিত মালাকার , পরিতোষ কির্তুনীয়া , বিকর্ন মন্ডল সহ আরো অনেকে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।