সাগর কুমার বাড়ই | তেরখাদা, খুলনা : গত ৯ ই মার্চ মঙ্গলবার খুলনা জেলার আওতাধীন কাগদী গ্রামের বিকাশ বাগচীর গ্রুপ ও উপজেলার নলামারা গ্রামের বাসু মুনির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ।
জানা যায় , বিকাশ বাগচীর ধান ক্ষেতের বাঁধ কেঁটে জল সরানো কে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে বাসুখালী বিলের মাঝখানে সংঘর্ষ বাঁধে ।
এতে বিকাশ বাগচী অহত হয়ে চিকিৎসা শেষে তেরখাদা থানায় একটি অভিযোগ দায়ের করে ।
এঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাগদী গ্রাম বাসী ও নলামারা গ্রাম বাসীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলে তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও বারাসাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রনবেশ কুমার বালা (জুয়েল )
এর নেতৃত্বে উত্তেজিত দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে ১২ ই মার্চ শুক্রবার বিকাল সাড়ে তিন টার সময় কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় ।
উক্ত সালিশ বৈঠকে বাবু অমালেন্দু বিশ্বাসের সভাপতিত্বে পন্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইন এর সন্চালনায় উত্তেজিত দুই গ্রামের মধ্যে মিমাংসার লক্ষ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গের এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ বৈঠকে দু গ্রুপে সাক্ষী গ্রহণ শেষে বক্তৃতা করেন বাবু গদাই লাল মুনি, অমালেন্দু বিশ্বাস, শহীদ পুর খান এ সবুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু পরিমল কান্তি মন্ডল, উপজেলার ১নং ওয়ার্ডের সভাপতি বাবু বলাই লাল বালা , ইলিয়াস মোল্লা, সুবাশ চন্দ্র বাওয়ালী, বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু নীহার রঞ্জন বাইন , পিযুস বিশ্বাস , থানা যুবলীগের সভাপতি মিল্টন কুমার মন্ডল , ৩নং ছাগলাদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রাসেল মুন্সী, বিল্ল মুনি ,এরশাদ শেখ, মিঠু মোল্লা , রেজওয়ান শেখ,কামরুল শেখ সহ আরো অনেকে ।
সালিশ বৈঠকে দু গ্রুপের সংঘর্ষের ঘটনা মিমাংসা করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শান্তি স্থাপন করেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।