মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশসানের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, থানার অফিসার্স ইনচার্জ আশ্রাফ ইসলাম, ২৯বিজিবি নায়েব সুবেদার আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, পৌর কাউন্সিলর হারান দত্ত, উপজেলা আনছার ভিডিপি প্রশিক্ষিকা তাহেরা সুলতানা, সেনেটারী ইনেস্পেক্টর জগদিশচন্দ্র প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারী কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় মাদক চোরাচালান, চুরি, ডাকাতি, হত্যা, বাল্য বিবাহসহ সকল প্রকার আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।