দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫-১৬ টাকা দরে।
আমদানি বৃদ্ধির কারণে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম কমায় অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝেও।
পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম জানান, পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে তবে তেল, চিনি, আটা ও চালের বাজারে কোনো স্বস্তি ফিরেনি। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে।
পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, আজ থেকে হিলি স্থলবন্দর তিন দিন বন্ধ থাকবে। যে কারণে আমদানিকারকরা বেশি করে পেঁয়াজ আমদানি করেছেন। কম দামে কিনতে পারায় কম দামে বিক্রি করছি বলেও জানান তিনি।
হিলি কাস্টমসের তথ্যমতে, বুধবার স্থলবন্দর দিয়ে ভারতীয় ৭৭ ট্রাকে ২ হাজার ১৭৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।