মোঃ আব্দুর রহমান সোহাগ,দিনাজপুর: বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী মত বিনিময় সভা। ৪ আগষ্ট, ২০২১ বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ৩য় তলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হামিদুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ দিনাজপুর এর সদস্য সচীব হাজী মোঃ সাইফুল ইসলাম।
এ্যাডঃ মোঃ তোহা’র প্রাণবন্ত সঞ্চালনায় আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন কে সামনে রেখে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক আইনজীবী সমিতির সভাপতি, সাবেক এমপি এ্যাডঃ আব্দল লতিফ মিয়া, সংসদ সদস্য ৩৩২ মহিলা আসন-৩২ এমপি এ্যাডঃ জাকিয়া তাবাস্সুম জুঁই, দিনাজপুর জেলার পাবলিক প্রসিকিউটর (পি.পি) এ্যাড. মো. রবিউল ইসলাম রবি, সমিতির সহ-সভাপতি মোঃ সলিমুল্লাহ সেলিম, এ্যাড. সামসুর রহমান (পারভেজ), এ্যাডঃ আমিনুল ইসলাম তুফান, এ্যাডঃ মোঃ ওসমান গনী চেীধুরীঃ, এ্যাডঃ নরেন চন্দ্র পরমানিক, এ্যাডঃ সাজ্জাদ হোসেন চেীধুরী, এ্যাডঃ রনজীৎ কুমার সরকার, এ্যাডঃ মাহমুদুল ইসলাম সাবু ও এ্যাডঃ আতাউর রহমান আতা।
বক্তরা বলেন – বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত যে প্যানেল আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে তাদেরকেই জয়যুক্ত করে আনতে হবে। তবে দূর্নীতিবাজ- ভূমিদস্যুদের কখনো ভোট দেবেন না। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং শেষে দো’য়া কামনা করে মোনাজাত করা হয়।
সভার শেষে সর্ব সম্মতিক্রমে নির্বাচন পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহবায়ক এ্যাডঃ হামিদুল ইসলাম, সদস্য এ্যাডঃ আব্দুল লতিফ মিয়া, এ্যাড. মোঃ রবিউল ইসলাম রবি, এ্যাডঃ মোঃ তোহা, এ্যাডঃ আমিনুল ইসলাম তুফান, এ্যাড. মোঃ সামসুর রহমান (পারভেজ) ও এ্যাডঃ রনজিত কুমার সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।