সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই আপন মায়ের পেটের ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো তিনজন। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার মধুরাপুর গ্রামের কালিয়াকোটা হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত ব্যক্তি হলেন, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে ফখরুল ইসলাম (৪৮) ফজলু মিয়া (৪৫)। আহতরা হলেন একই গ্রামের লাদেন চৌধুরী (২২) সাজনুর (৫৫) হাবীব (৩৫) যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজ সকালে হাওরে নিজের জমির পাকা ধান কাটছিল তাঁরা। হটাৎ করে ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বজ্রপাতে ফজলু ও ফখরুল নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয় এবং সাথে থাকা আরো তিনজন আহত হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাই মারা যান ও তিনজন আহত হন।