চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে আনসার আলী ও আব্দুল হান্নান নামে দুই ব্যবসায়ীকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাঁকোপাড়া আর কন্যানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা খাদ্য অফিসার মাহমুদুল হাছান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলায় দুই ঘণ্টা ধরে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে প্রায় ২৭৭ মে. টন ধান মজুদ করায় আনসার আলীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আনসার আলী দীর্ঘদিন ধরে অন্যের লাইসেন্সের বলে এ অবৈধ ব্যবসা করছিল। অন্যদিকে আব্দুল হান্নানের গুদামে অবৈধভাবে সাড়ে ১৭ টন ধান মজুদ রাখায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, ওই দুই জন ব্যবসায়ীকে ধানগুলো একদিনের মধ্যে বাজারজাত করতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

কলমকথা/সাথী