পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ থেকে ৬ টা পর্যন্ত দেড় ঘণ্টা ঘন কুয়াশার কারণে বন্ধ থাকে। এতে করে পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বলেন, ভোরের দিকে ঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। যানজট এড়াতে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে মহাসড়কে সিরিয়াল অনুযায়ী রাখা হয়।
ফেরি চলাচল শুরু হওয়ার পর সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলো পাটুরিয়া ঘাট এলাকার দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিস পর্যন্ত কয়েকশো পণ্যবাহী ট্রাক পাটুরিয়া ট্রাক টার্মিনালে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।