পাটুরিয়ায় ফেরি ডুবে যাওয়ায় ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
এতে খাওয়াদাওয়া ও টয়লেটের ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। সরেজমিনে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। আরও দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত চার কিলোমিটার এলাকায় চার শতাধিক যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
তবে অপেক্ষমাণ এসব যানবাহনের মধ্যে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। ফেরির নাগাল পেতে প্রতিটি পণ্যবাহী গাড়িকে ১৫ থেকে ১৭ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে যাত্রীবাহী বাস ও কাঁচামালের গাড়িকে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।