আরিফ তালুকদার ,বাগেরহাট প্রতিনিধিঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক সমিতি। দ্বিতীয় দিনে ও সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে পালিত হচ্ছে এ ধর্মঘট।এতে ভোগান্তিতে পরেছে সাধারন মানুষ, স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রীরা। স্কুল কলেজে যেতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
এদিকে ডিজেল, কেরোসিনের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন শ্রমিকরা।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব সেভাবে আসেনি। রবিবার (৭নভেম্বর) ১১টায় বিআরটিএ মিটিং বসবে এবং সে পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।