নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজে মঙ্গলবার বিকালে মাননীয় খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি আরটি-পিসিআর ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল বারী এর সভাপতিত্বে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং জনাব মো. আনোয়ার হোসেন হেলাল, এমপি; সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এম এ মালেক, জেলা প্রশাসক জনাব মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার জনাব আবদুল মান্নান মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ কে এম ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ এবং বিএমএ সভাপতি ডা. মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সর্বাধুনিক প্রযুক্তি সুবিধার এ ল্যাবে আজ থেকেই নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।