শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর নগরকান্দা পুরাপাড়া ইউনিয়নে আজ ২১ ফেব্রুয়ারি (রোজ সোমবার )অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২০২২ পালিত হয়েছে
এই দিনটি উপলক্ষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ- পুরাপাড়া শাখার এর উদ্যোগে বাজার থেকে সংগঠনের নেতৃবৃন্দের পদযাত্রায়” প্রভাত ফেরী”শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আলতাফ হোসেন খানের উপস্থিতিতে এবং সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা,মুক্তিযুদ্ধ পতাকা,কালো পতাকা উত্তোলন করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনটির সভাপতি এই দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের যেকোনো দুঃসময়ে মুক্তিযোদ্ধা সন্তানদের অতন্দ্র প্রহরী হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান আইন পাস হওয়ায় তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সব শেষে ৫২’র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।