শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এ এস পি নগরকান্দা – সালথা ( সার্কেল ) সমিনুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন এর সর্বাত্মক সহযোগিতায় থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়ারিদের গ্রেফতার করেছে । ০৯/০৩/২০২২ ইং তারিখ রোজ বুধবার সকালে জুয়ারীদের ফরিদপুর আদালতে প্রেরণ করেছেন ।তারা হলেন টুলু মিয়া (৪০), পিতাঃ ফজলু মাতুব্বর, সাং- মিরাকান্দা।শেখ ইব্রাহিম (২৮), পিতাঃ শেখ লোকমান, সাং- কোদালিয়া শহিদনগর।মোঃ জামিল মাতুব্বর (২৮), পিতাঃ লিয়াকত মাতুব্বর, সাং- নগরকান্দা।আলম মুন্সী (৫২), পিতাঃ মৃত আফতাব মুন্সী, সাং- আটাইল।পাউচা (৪০), পিতাঃ অজ্ঞাত, সাং- কোদালিয়া শহিদনগর।মোঃ কামাল শেখ (৪০), পিতাঃ মৃত কলিম শেখ, সাং- নগরকান্দা।মোঃ রুমন মাতুব্বর (৩০), পিতাঃ অজ্ঞাত, সাং- বড় নাওডুবী। নগরকান্দা – সালথা সার্কেল সমিনুর রহমান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন বলেন , নগরকান্দা – সালথায় মাদক, ডাঙ্গা, ইফটিজিং ও জুয়া খেলা নির্মূলের অভিযান অব্যাহত রয়েছে সে জন্য এলাকার জনগনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।