নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে, থানা পুলিশের উদ্যোগে করোনা বিস্তার রোধে জনসচেতনতা মূলক র্যালি ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।” মাস্ক পরার অভ্যেস-করোনা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে শুরু হয়েছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩শে মার্চ) সকাল ১০টায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে থানা প্রাঙ্গণ থেকে করোনা সচেতনতামূলক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র্যালি শেষে বাসষ্ট্যান্ড এলাকায় মাক্স বিতরণ করা হয়। উক্ত মাক্স বিতরণের শুভ উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, এসআই চাঁন মিয়া, এসআই রেজাউল করিম, এসআই সুলতান, আশরাফুল ইসলাম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।