অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় নির্বাচনের ধুম পড়েছে। সর্বস্তরের মানুষের মুখে শুধু নির্বাচনের কথা।
আসছে আগামী ২৮/১১/২১ তারিখ, রোজ রবিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
সেই উপলক্ষে সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে তুমুল হারে ।
নবাবগঞ্জ উপজেলায় মোট ৯টি ইউনিয়ন এবং ৮১ টি ওয়ার্ড । উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মার্কা হিসেবে রয়েছে , আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা , সতন্ত্র প্রার্থীদের প্রতীক আনারস, চোশমা ইত্যাদি ।
এছাড়াও মেম্বার প্রার্থীদের প্রতীক টিউবওয়েল, ফুটবল, মোরগ, তালা, ঘুড়ি, বৈদ্যুতিক পাখা ইত্যাদি । মহিলা মেম্বারদের প্রতীক সূর্যমুখী ফুল, বগ, মাইক, তালগাছ, কলম, বই, হেলিকপ্টার ইত্যাদি সহ আরোও মার্কা রয়েছে।
এক প্রার্থী বলেন, জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে সঠিক প্রার্থীকে বিজয়ী করবে।
ভোটারদের চাওয়া সুষ্ঠু নির্বাচন। তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। তারা ভোট প্রদানের মাধ্যমে জোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চায়।
তাদের দাবি ভোট যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে জোগ্য প্রার্থী নির্বাচিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।