অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) দুপুরে ভাদুরিয়া ইউনিয়নের নির্শা কাজল দিঘি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কাজলদিঘী গ্রামের আলহাজ্ব হাফিজুল ইসলাম (৭৫) ও তার স্ত্রী ফেন্সি আরা বেগম (৬০)। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন স্বামী-স্ত্রী। রাতে কে বা কারা তাদের বাড়িতে ঢুকে শ্বাসরুদ্ধভাবে হত্যা করে পালিয়ে যায়। সকালে ঘরের দরজা না খোলায় স্থানীয় কয়েকজন অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারিনি। তদন্ত করে বিষয়টি বলা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।