অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুরঃ
দিনাজপুরের নবাবগঞ্জে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ঐ ভবনের ভিত্তিরপ্রস্তর ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ভবন নির্মান কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
পরে তিনি বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সানোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান- এলজিইডির অর্থায়নে ৬৯ লক্ষ টাকা ব্যায়ে ভবনটি নির্মান করা হবে।
এছাড়াও প্রধান অতিথি ঐ এলাকার ২টি রাস্তা পাকা করন কাজেরও উদ্বোধন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।