অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সারা দেশের ন্যায় বিনামূল্যে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নবাবগঞ্জ মডেল সরকারি প্রথামিক বিদ্যালয় চত্তরে স্ব্যাস্থবিধি মেনে নতুন বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান।
পরে অতিথিরা  নবাবগঞ্জ সরকারি বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয় ও  নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এ বই বিতরণ অনুষ্ঠানের  উদ্বোধন করেন ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো.রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ মডেল সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এনামুল হক, নবাবগঞ্জ সরকারি বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার শাহ, নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফায়েল হোসেন ,বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
 উপজেলা শিক্ষা অফিসার মো.রেজাউল করিম বলেন,   এবছর ১শ ৪৯টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ  উপজেলার কেজি স্কুলের প্রায় ২০ হাজার  শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন বলেন, মাধ্যমিক পর্যায়ে ১০৪টি  শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা মোতাবেক ইবতেদায়ীর ৬হাজার ৭শ ৫০ জন,দাখিল পর্যায়ে ৫হাজার ৭শ ৩৭ জন ও মাধ্যমিক পর্যায়ে ১৬ হাজার ৯শ ৫১ জন শিক্ষার্থীকে, মোট ৩ লাখ ৭০ হাজার ৮৫পিচ বই প্রদান করা হবে।