অলিউর রহমান মেরাজ ,নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে নবাবগঞ্জ প্রেসক্লাবের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় উপজেলার শেখ রাসেল জাতীয় উদ্যানে (আশুড়ার বিল) প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. হাসিম উদ্দিন, আমন্ত্রিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.পারুল বেগম। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
পরে প্রেসক্লাবের সৌজন্যে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি,উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যানগণ ও প্রসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।