আজাদুলবারী নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্যপক গণসংযোগ করেছে উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়নের ৪ নং (ওয়ালিয়া-দিয়ারপাড়া) ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি। সোমবার সন্ধ্যায় উপজেলার দিয়ারপাড়া গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে এই গণসংযোগ করেন তিনি। এ সময় প্রবীণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে এবং মনসুর রহমানের সঞ্চালনায় উঠান বৈঠকে দোয়া ও সমর্থন চেয়ে বক্তব্য রাখেন মেম্বার পদপ্রার্থী সমাজসেবক শফিকুল ইসলাম (শফি)।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিয়াড়পাড়া গ্রাম পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আকছেদ আলী, সাবেক ইউপি সদস্য আজিত হোসেন, প্রভাষক তোফাজ্জল হোসেন, বাবুল হোসেন, রফিকুল ইসলাম, সুজন আহম্মেদ, আবুল হোসেন, রুস্তম আলী, হাসান প্রামানিক, আব্দুল গফুর, মোফাজ্জল হোসেনসহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।