নজরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতাঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে তিন শিশু কন্যা পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু ঘটেছে অপরদিকে প্রতিবন্ধি অপর শিশুকন্যাকে গুরুতর আহতাবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুইটার দিকে কুরাটি গ্রামের বাচ্চু মিয়ার শিশু কন্যা হাবিবা(৯)তারা মিয়ার কন্যা তানিয়া(৮)অপর প্রতিবন্ধি শিশু কন্যা সুমাইয়া(১২)বৃষ্টি নামলে জনৈক মালেকের পুকুরে সাঁতার কাটতে নামে।পরবর্তী সময় বাড়ির লোকজন আহতাবস্থায প্রতিবন্ধি শিশু সুমাইয়াকে উদ্ধার করতে গিয়ে হাবিবা ও তানিয়াকে পুকুরের পানির নীচে মৃতবস্থায় পায়।পরে দুই শিশু কন্যাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপিঃমেম্বার মোঃ আব্দুল কাদির ঘটনা নিশ্চিত করে জানান শিশু দুটি পুকুরে নেমে খেলা করছিল পরে তাদেরকে মৃতঅবস্থায় নান্দাইল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।